Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলছড়ি কর্তৃক ফুলছড়ি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা নিম্নে বর্ননা করা হলো :

# পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) মাধ্যমে ১১০১ জন দরিদ্র জনগোষ্ঠীর  জীবনমান উন্নয়নে ৭৬,২৭,৫৩৬/- টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

# পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে অবহেলিত দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়নে ৮২৩ জন মহিলার মাঝে ১১,৫২,০০০/- টাকা ক্ষুদ্র ঋণ বিতর‌্ণ করা হয়।

# দগ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্নবাসনে ২৮৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১৫,২৭,৮৩৭/- টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

# ৫৮০৭ জন বয়স্ক ব্যক্তিকে বয়স্ক ভাতা প্রদান করা হয়।

# ৩৩৬২ জন বিধবা / স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা ভাতা প্রদান করা হয়।

# ১২২৭ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

# ০২ হিজরাকে বয়স্ক/বিশেষ ভাতা প্রদান করা হয়।

# ৩১ জন দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠীকে বয়স্ক/বিশেষ ভাতা প্রদান করা হয়।

# ১৭ জন দলিত হরিজন, বেদে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

# ০১ জন হিজরা শিক্ষার্থী কে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

# ১১৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

#  রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ২০০ জন গরীব রোগীকে চিকিৱসা সহায়তা প্রদান করা হয়।

# ৫৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে রেজিস্ট্রেশন প্রদান করা হয়।

# ১২ জন এতিম শিশুকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়।