অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠী প্রায় ১৪,৯০,০০০ জন। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা এ জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। নিয়েছে। ২০১২-১৩ অর্থবছর হতে ২০১৮-১৯ পর্যন্ত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি দুটি একত্রে ছিল। ২০১৯-২০ অর্থবছরে এ কর্মসূচি পৃথক হয়ে "অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি "নামে স্বতন্ত্র কর্মসূচি হিসেবে পরিচালিত হচ্ছে। ২০২১-২২ অর্থবছর হতে এ কার্যক্রমের বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তির নগদ সহায়তায় জিটুপি পদ্ধতিতে উপকারভোগীর মোবাইল হিসাবে প্রেরণ করা হচ্ছে।
অনগ্রসর সম্প্রদায়:
অনগ্রসর সম্প্রদায় বা শ্রেণী যারা সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চরম অবহেলিত, বিছিন্ন, উপেক্ষিত জনগোষ্ঠী হিসেবে এরা পরিচিত। অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে জেলে, সন্যাসী, ঋষি, বেহারা, নাপিত, ধোপা, হাজাম, নিকারী, পাটনী, কাওড়া, তেলী, পাটিকর, সুইপার, মেথর বা ধাঙ্গর, ডোমার, ডোম, রাউত, ও নিম্নশ্রেণীর পেশার জনগোষ্ঠী।
কার্যক্রমসমূহ:
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হবে:
ফুলছড়ি উপজেলার ইউনিয়ন ভিত্তিক অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতাভোগীর তথ্য নিম্নরূপ -
ক্র: নং |
ইউনিয়নের নাম |
বরাদ্দকৃত উপকারভোগী |
01 |
01 নং কঞ্চিপাড়া ইউনিয়ন |
03 জন |
02 |
02 নং উড়িয়া ইউনিয়ন |
02 জন |
03 |
03 নং উদাখালী ইউনিয়ন |
12 জন |
04 |
04 নং গজারিয়া ইউনিয়ন |
18 জন |
05 |
05 নং ফুলছড়ি ইউনিয়ন |
07 জন |
06 |
06 নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন |
01 জন |
07 |
07 নং ফজলুপুর ইউনিয়ন |
03 জন |
|
সর্বমোট - |
46 জন |
ম্যাপ যোগাযোগ- https://maps.app.goo.gl/TXtuGS1pX39iJBYY6
ইমেইল- fulchariusso@gmail.com
টেলিফোন- +৮৮০২৫৮৯৯৮৫২১৯
উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলছড়ি, গাইবান্ধা।
কালিবাজার, উদাখালী ইউনিয়ন, ফুলছড়ি, গাইবান্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস