শিরোনাম
জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন
বিস্তারিত
''নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার'' এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলছড়ি এর উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল ওয়াকাথন (০৩ কিলোমিটার হাটা), কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আড্ডা পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জগৎবন্ধু মন্ডল মহোদয়। অনুষ্ঠানের মূল আয়োজন ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ মনোয়ার হোসেন। অনুষ্টানে অংশগ্রহণ করেন সমাজসেবার বিভিন্ন ধরনের উপকারভোগী (ভাতাভোগী, ঋণগ্রহীতা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি এতিমখানার প্রতিনিধি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী ও সুধী সমাজ।
